শাহপরান বাইপাস থেকে চোরাই পণ্যসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:২৩:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে শাহপরান থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট সংলগ্ন বনফুলের সামন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।
আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার দুমকী থানার লেবুখালী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৫), পিরোজপুর জেলার সদর থানার চিতালিয়া গ্রামের মো. শামীম (৪২) ও ঢাকার মিরপুরের মৃত আফজালের ছেলে মো. রমজান। শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্র জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে ভারতীয় চকলেট, ক্যান্ডি, জুস, অ্যাপ্পি ফিজ, পন্ড ফেসওয়াসসহ বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।