সিলেটে নাসিবের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:৫৪:২৫ অপরাহ্ন
প্রবাসী অধ্যুষিত সিলেট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি সম্ভাবনাময় এলাকা। সঠিক প্রশিক্ষণ ও কর্মপন্থা অনুসরণ করলে এক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। তাই হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের কান্ট্রি অফিসের উদ্যোগে এবং জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি (নাসিব) সিলেটের সহযোগিতায় সিলেটের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে (১৭-১৯ মে) ৩ দিনব্যাপী ‘নতুন ব্যবসা তৈরি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১৭ মে) নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধনী দিনে বক্তাগণ নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ব্যবসা তৈরীর ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
নাসিব সিলেট জেলার সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের শিল্পপতি ও ব্যবসা কল্যাণ ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট জোন সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি- সিলেটের অনানুষ্ঠানিক ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারনা দেন। এ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন ব্যবসা তৈরীতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন- বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), ফরমালাইজ ইউর বিজনেস (এফওয়াইবি) প্রোগ্রামের প্রশিক্ষকক জোহা জামিলুর রহমান।
তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফলের রূপরেখা তুলে ধরেন। প্রশিক্ষণ অধিবেশন জুড়ে অংশগ্রহণকারীদের অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করে অধিবেশন পরিচালনা করেন। অনানুষ্ঠানিক উদ্যোগের জন্য ব্যবসাকে আনুষ্ঠানিক করার উপর প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় কৃষি, প্রকৌশল, পর্যটন, আইসিটি- প্ল্যাটফর্ম-ভিত্তিক উদ্যোক্তাসহ অগ্রাধিকার খাত থেকে মোট ২৫ জন (২১ পুরুষ ও ৪ মহিলা) উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি