কুলাউড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো ৬শ মানুষ
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ১০:০০:১৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলাম মিশন মৌলভীবাজারের আয়োজনে এবং বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার হিংগাজিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষু শিবিরে প্রায় ৬শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এ ছাড়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৭ জন নারী-পুরুষ রোগীকে চোখের অপারেশনের জন্য ভর্তি করা হয় বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালে।
ইসলাম মিশনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মিশনের সহসভাপতি জসিম উদ্দিন লাভু, সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, অর্থ সম্পাদক, অফিস সম্পাদক নাহিদ ইসলাম, হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম, শিক্ষক এনামুল মাহবুব ফয়ছল, মো. নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, নিজামিয়া বিশকুটি রহ. স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস. এম. সাইদুল ইসলামসহ ইসলাম মিশনের অন্যান্য সদস্যবৃন্দ।