জালালাবাদের লিটন সর্বোচ্চ ভোটে বিপিজেএ’র সহ-সভাপতি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ১০:০৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালাবাদের প্রধান আলোকচিত্রী হুমায়ুন কবির লিটন। তিনি ২০২৫-২৭ সালের নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল সাধারণ সম্পাদক পদে আশাকার আমিন ইবনে লস্কর রাব্বি নির্বাচিত হন। ২৭ সদস্যের শতভাগ ভোট প্রয়োগের নির্বাচনে হুমায়ুন কবির লিটন সর্বোচ্চ ২৪ টি ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন।
এছাড়া নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল (২২ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার একমাত্র প্রতিদ্বন্ধী দুলাল হোসেন পেয়েছেন ৫ ভোট। সহ সভাপতি পদে হুমায়ুন কবির লিটন ২৩ ভোট, শেখ আব্দুল মজিদ ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম ৮ ভোট ও শাহ মো. কয়েস আহমদ ৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম পান ৭ ভোট। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্ধী মো. শাহীন আহমদ পান ৭ ভোট।