কর্মধা ইউনিয়ন বিএনপির কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৬:০৭:২৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকালে কর্মধা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন।
বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হলেও তা কোনো কাজে আসেনি মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্র যতদিন থাকবে, বিএনপির আন্দোলন-সংগ্রাম ততদিন চলবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে মাঠে রয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য- নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক হারিছ মিয়া ও সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আব্দুল মুক্তাদির মনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, আখদ্দস আলী মাস্টার, তারু খান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন, কর্মধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানিম নাইম প্রমুখ।