সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৬:০৪:৩৫ অপরাহ্ন
সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামানসহ সিলেট জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসনের কাজকে সহজতর ও গতিময় রাখতে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহায়তা করার আহবান জানান তিনি।
এ সময় তিনি বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সজাগ থাকতে এবং প্রয়োজনীয় বাঁধ নির্মান ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া বন্যা কিংবা অন্য কোন কারণে কোথাও যেন সড়কসহ অন্যান্য যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
সফলভাবে নির্বিঘ্নে লক্ষ্যমাত্রার শতভাগ ধান আহরিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পশুর চামড়া সংরক্ষণে যেন লবণের ঘাটতি না হয় সেজন্য চাহিদামাফিক লবণের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন তিনি। এছাড়া কোরবানির ঈদ উপলক্ষে গবাদিপশুর চোরাচালান বন্ধে এবং কোরবানির হাট মনিটরিং করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের মাধ্যমে সিলেট জেলার আইন-শৃঙ্খলা, অভিযান পরিচালনা ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকা- সম্পর্কে অবগত হন। খবর পিআইডির