মণিপুরী সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৫:৫৭:৩৩ অপরাহ্ন
দেশের অধিকার আদায়ের আন্দোলনে মণিপুরীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদান ইতিহাসবিদিত। অথচ সেই তারাই নানা বৈষম্যের শিকার, নানামুখি হুমকিতে। বিপন্ন হওয়ার পথে তাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। বৈষম্য আর নানা ষড়যন্ত্রে নৃ-তাত্ত্বিক জাতিসত্তার পরিচয়-অস্তিত্ব গভীর হুমকির মুখে। বৈষম্য কারো কাম্য হতে পারেনা। বৈষম্যহীন দেশ-জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে সভ্যতার শুরু থেকে যে লড়াই শুরু হয়েছিল সে লড়াই এখনও চলছে। যুগে যুগে প্রাণ দিয়েছেন অনেক মানবতাবাদি-দেশপ্রেমিক। বৈষম্যের অবসান না হলে সেসব শহীদানের প্রতি অবমাননা হবে। সেদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গভীর দৃষ্টি দেয়া জরুরি।
শনিবার রাতে মণিপুরী সমাজকল্যাণ সমিতির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সিলেট জেলা শাখার আয়োজনে নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের মিডিয়া কনফারেন্স হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসকস সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ।
সংগঠনের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের পরিচালনায় অতিথি বক্তা ছিলেন ইমজা’র সভাপতি যমুনা টেলিভিশনের আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের সাকিব আহমদ মিঠু, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, ইমজার সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈনুল হক বুলবুল, ইমজা নিউজ ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক বাপ্পা ঘোষ চৌধুরী, এনটিভির সজল ছত্রী ও আনিস রহমান, ডিবিসি নিউজ’র প্রত্যুষ তালুকদার, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মসকস সিলেট জেলা শাখার সহসভাপতি দীপাল কুমার সিংহ, ডা: উচিত কুমার সিনহা, মণিপুরী নেতা মিলন কুমার সিনহা জ্যোতি, সুশীল বাবু সিংহ, প্রকৌশলী লিপু সিংহ, রনজিত সিংহ, উজ্জল সিংহ, নারী নেত্রী রোটারিয়ান শান্তি রাণী সিনহা, সহ সম্পাদিকা আরতি সিনহা, সিলেট মহানগরের প্রান্তিক সিনহা প্রমুখ। বিজ্ঞপ্তি