কুলাউড়ায় প্রান্তিক মৎস্য চাষিদের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৫:৫৩:৪৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১২০ জন প্রান্তিক মৎস্য চাষির মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা মৎস্য কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ জানান, প্রত্যেক মৎস্য চাষিকে ২৫ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আগেও পোনা মাছ সরবরাহ করা হয়েছিল। এবার তাদের মাছ চাষে আরও উৎসাহিত করতে খাদ্য সহায়তা দেওয়া হলো।