স্কুল বন্ধ রেখে পতাকা উত্তোলনে শিক্ষককে শোকজ
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৭:১৮:৫৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে ১৭ মে (শনিবার) জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় স্কুল বন্ধ রাখার দায়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে। স্কুল মাঠে উড়ছে পতাকা নেই শিক্ষক-শিক্ষার্থী’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে রোববার (১৮ মে) এই শোকজ করা হয়। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা।
শোকজ পাওয়া শিক্ষকরা হলেন-উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফা ও সহকারী শিক্ষকগণ।