জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৭:৩৩:১৫ অপরাহ্ন
আগামী ২৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে সকল উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ২টায় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, তারুণ্যই জাতির ভবিষ্যৎ, অথচ সেই তারুণ্য আজ বেকারত্ব, মাদক, অবিচার ও দমন-পীড়নের শিকার। যুবদল বিশ্বাস করে, তারুণ্যের শক্তিকে সংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে জোরদার ভূমিকা রাখা সম্ভব।
সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেলের পরিচালনায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দীকী, আবুল হাসনাত, সাজ্জাদ হোসেন দুদু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, খালেদ আহমদ চেয়ারম্যান, মাছুম আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মোঃ জামাল আহমদ, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সিলেট মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রুম্মান আহমদ রাজু, সিলেট জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম সহ সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি