শাবিপ্রবির রেজিস্ট্রার হলেন সৈয়দ ছলিম
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৭:৫০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন । বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। গতকাল রোববার (১৮ মে) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত শনিবার (১৭ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাø রোববার নতুন রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ক্যাম্পাসের দায়িত্বশীল ব্যক্তি, স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। নিজে থেকে সময়মতো অফিসে আসবেন। আমরা সবাই একযোগে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।
নবনিযুক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।
জুলাই বিপ্লবের পর ক্ষমতার পট পরিবর্তন হলে তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান পদত্যাগ করেন। পরে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পান। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রায় সাড়ে ৮ মাস পর রেজিস্ট্রার পদে স্থায়ী নিয়োগ লাভ করলেন বিশ^বিদ্যালয়ের এই কর্মকর্তা।