শাবিপ্রবির এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের ফি জমা দেয়ার নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৭:৫৮:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জুনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফি জমা দেয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার (১৮ মে) এ সংক্রান্ত জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী, যারা চলমান শিক্ষাবর্ষের বাৎসরিক ভর্তি ফি জমা দেন নাই, তাদেরকে স্ব স্ব সেশন অনুযায়ী নির্ধারিত বাৎসরিক ভর্তি ফি আগামী ৩০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় অবস্থিত সোনালী ব্যাংক শাখার হিসাব নং এস-২ (৩৩০০০০১২) এ জমা দিত হবে। ফি জমা দিয়ে রেজিস্ট্রর দপ্তরের একাডেমিক শাখায় ১০৫ নং কক্ষে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে একাডেমিক কাউন্সিলের ১৮০তম সভার সিদ্ধান্ত মোতাবেক এমফিল প্রোগ্রামে ২ হাজার ও পিএইচডি প্রোগ্রামে ২ হাজার ৫শত টাকা জরিমানাসহ ভর্তি ফি প্রদান করতে হবে।