সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্ণিং বডির অভিষেক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৮:০৪:১৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি মিফতাহ্ আহমদ সিদ্দিকী।
এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন নুরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তালুকদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকন্দর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সাবেক আমীর আজমান আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য, জুয়েল আহমদ, ওমর ফারুক, আজিজুল হক প্রমুখ।