রাগীব আলীর শয্যাপাশে বিপিজেএ এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৮:০৬:৫০ অপরাহ্ন
দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি শিল্পপতি রাগীব আলীকে দেখতে রোববার নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর নব-নির্বাচিত সিলেট বিভাগীয় কমিটির কমিটির নেতৃবৃন্দ।
এসময় রাগীব আলীর অসুস্থ্যতার খোঁজ খবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। পাশাপাশি নবনির্বাচিত নেতৃবৃন্দ রাগীব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং রাগীব আলীর সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির সহ সভাপতি শেখ আব্দুল মজিদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংষ্কৃতি সম্পাদক রেজা রুবেল ও নির্বাহী সদস্য আজমল আলী। বিজ্ঞপ্তি