জৈন্তায় ভারতীয় মোটরসাইকেলসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৯:২৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৮ মে) জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করে ‘ইয়ামাহা-জ১৫’ মোটরসাইকেলসহ তাদের আটক করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রোববার রাত সাড়ে ১২ টায় পুলিশের একটি টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ‘নীল-সাদা রংয়ের ১টি ইয়ামাহ-জ১৫’ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানে জড়িত এক চোরাকারবারী পালিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পলাতক ১জন আসামীসহ মোট ৪ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।