সুনামগঞ্জে বিদেশী মদসহ র্যাবের হাতে আটক ২
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৯:৩৮:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০৮ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার (১৮ মে) সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন লক্ষীপুর ইউপির তিলুরাকান্দি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের হবিপুর এলাকার মৃত শুকুর আলীর ছেলে ওমর আলী (৫১) এবং তার সহযোগী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রামপুর এলাকার মৃত সুনু তালুকদারের ছেলে শাহজাহান তালুকদার (৪৪)।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহীদুল ইসলাম সোহাগ। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯ এর সুনামগঞ্জের একটি আভিযানিক দল রোববার (১৮ মে) সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় ও দোয়ারাবাজার থানাধীন লক্ষীপুর ইউপির তিলুরাকান্দি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এসময় জেলার ব্রাহ্মণগাঁও এলাকায় থেকে ৭৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করে। আবার অন্যদিকে, ভোর সোয়া ৪টার দিকে দোয়ারাবাজার থানাধীন লক্ষীপুর ইউপির তিলুরাকান্দি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ২টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ২শ’ ৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যান। পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।