বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৬:১৭:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চারগাঁও নামক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী শামীম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের দুই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও একজনের মৃত্যু হয়। নিহত অপর দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এর আগে চলিতাতলা ও শেওরাতুলী এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতেও বেশ কয়েকজন আহত হয়েছেন।