বড়লেখায় যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৬:১৬:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজবা উদ্দিনকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবলীগ নেতা মো. মিজবা উদ্দিন ২০১৩ সালের ৩০ নভেম্বর বড়লেখা পৌরশহরে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা, টাকা লুট, ব্যাংক ভবন ভাংচুরের ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিকের দায়েরকৃত মামলার তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি যুবলীগ নেতা
মো. মিজবা উদ্দিনকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।