তাহিরপুরে মডেল মসজিদের কাজ সম্পন্নের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৭:১২:২৬ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মডেল মসজিদের কাজের ধীরগতির প্রতিবাদ ও দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নির্মাণাধীন মডেল মসজিদের সামনে উপজলার সচেতন নাগরিক সমাজ ও মুসল্লিগণ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আবু জহর হৃদয়, তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান মিয়া, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক নাশরুম, তাহিরপুর উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ প্রমুখ।