যুব জমিয়ত কতোয়ালী শাখার কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৭:৫৯:০৪ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি মডেল থানা শাখার কাউন্সিল অধিবেশনে রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও সিলেট মহানগরী সভাপতি মাওলানা কবির আহমদ।
মাওলানা ফয়জুল হাসান খানের সভাপতিত্বে এবং মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।
কাউন্সিল অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা মারুফ আহমদ, ব্যবসায়ী দিলাওয়ার হুসাইন, আব্দুল মুনইম আসলম, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, মুহাম্মদ বশীর আলী, মাওলানা শামীম হুসাইন চৌধুরী, মোহাম্মদ রুবেল আহমদ, সোহেল আহমদ, শাফায়াত আহমদ, আবু তালহা তোফায়েল, মঈনুল হক, মাওলানা লায়েক আহমদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল মাহমুদ ও আসাদ মুহাম্মদ উসামা প্রমুখ।
কাউন্সিলে হাফিজ শাহিদ হাতিমীকে সভাপতি, মুফতি নোমান বিন আফসারকে সাধারণ সম্পাদক, মাওলানা ইমাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ। বিজ্ঞপ্তি