এলাইট ট্রাভেলসের হজ প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৮:০০:৩২ অপরাহ্ন
নগরীর তালতলাস্থ এলাইট ট্রাভেলসের পক্ষ থেকে সোমবার দুপুরে হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে তালতলাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে হজ পালনের জন্য হাজীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এলাইট ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক খানের সভাপতিত্বে প্রশিক্ষণপূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেদওয়ান, ছাতক হাসনাবাদ মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হক, হজের মোয়াল্লিম মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (র:) মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আতিকুর রহমান, শিব্বিরিয়া লাইব্রেরির স্বত্ব¡াধিকারী মাওলানা খলিলুর রহমান, আনজুমানে তালিমুল ক্বোরআন বাংলাদেশের সেক্রেটারী ইমদাদুল হক নোমানী, শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা নোমানুল হক চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি