ফেসবুক পোস্টের জের ধরে সাবেক শিবির নেতার বাসায় হামলার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৫, ৮:৩৭:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: একটি ফেসবুক পোস্টের জের ধরে নগরীর আখালিয়ায় সাবেক শিবির নেতার বাসায় স্থানীয় বিএনপি-জামায়েত ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নেতার নাম তানজিদ হোসেন জিহাদ (৩০)। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার সাবেক সভাপতি। গতকাল জালালাবাদ থানার আওতাধীন আখালিয়ার ৩/২ মোহাম্মদী আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় এই হামলার ঘটনা ঘটে। তানজিদ মৌলভীবাজার জেলার সদর উপজেলার কাজির গাঁও গ্রামের ৪৯৫ কোনার ভিলা বাসার বাসিন্দা মৃত নাম তাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বিগত ১লা মে ২০২৫ তারিখে সাবেক শিবির নেতা তানজিদ হোসেন জিহাদ বর্তমানে বিএনপি-জামায়াতের দেশব্যাপী লুটপাট ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। এতে করে বিএনপি, জামায়াত ও এদের অঙ্গ সংগঠন্সমুহ তার উপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তার সাবেক কর্মস্থল মহানগর শিবিরের অনুরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ জিহাদকে সংগঠন থেকে বহিষ্কার করে। এঘটনার পর গতকাল ৪ মে, শনিবার, বিকাল আনুমানিক ৪টায়, স্থানীয় একটি সমাবেশ শেষে, অংশগ্রহণকারী বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একাংশ জিহাদের ভাড়া বাসায় হামলা চালায়।
নামপ্রকাশে অনিচ্ছুক জিহাদের জনৈক আত্মীয় জানান, তানজিদ হোসেন জিহাদ দেশে নেই-এটা জেনেও তার বাসায় হামলা চালানোর অর্থ হলো, তাকে মানসিকভাবে নির্যাতন করা ও নিজেদের শক্তির জানান দেয়া। সে দেশে ফিরলে কী হতে পারে তারও একটা প্রচ্ছন্ন হুমকি এতে দেয়া আছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও মামলা হয়নি।