আজ বিশ্ব মেট্রোলজি দিবস : সিলেটে বিভিন্ন আয়োজন
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১২:৪২:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ২০ মে, বিশ্ব মেট্রোলজি দিবস। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ২০ মে বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই সিলেটের যৌথ উদ্যোগে কাল বুধবার বিকাল ৩:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিতে¦ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রতিপাদ্যের আলোকে তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহমদ এবং স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো মাজাহারুল হক।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম এবং বিআইএমএলের প্রধানরাও বাণী দিয়েছেন।
১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে পরিমাপ সম্পর্কিত ‘মিটার কনভেনশন’ স্বাক্ষরিত হয়। দিবসটিকে স্মরণীয় করে রাখতে এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্বের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য প্রতি বছর বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়ে আসছে। মিটার কনভেনশনের আসল লক্ষ্য-বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থার প্রবর্তন যা-১৮৭৫ সালের মতই আজও সমান গুরুত্ব বহন করে চলেছে।