সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৬:০৯:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। একই সাথে জেলার সবগুলো হাওরের বাড়ছে পানি। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার। এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর ষোলঘর পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৫.১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এই স্থানে নদীটির পানি বিপদসীমার ২ দশমিক ৬ মিটার নিচে অবস্থান করছে। এ ছাড়া সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, কুশিয়ারা, নলজুর, চেলা, চলতি, রক্তি, বৌলাইসহ সব নদীর পানি বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাওরে পানি প্রবেশ করে ধীরে ধীরে পানিতে টইটম্বুর হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে আকষ্মিক বন্যা হতে পারে। এছাড়া, আগামী ৩ দিন সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানা যায়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস আছে।