দোয়ারায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৬:২৭:৫৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুকে (৫৫) গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৩টার দিকে ছাতক পৌর এলাকায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে আটক করা হয়। তিনি দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আনোয়ার মিয়া আনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত জহিরের ভাই ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় কাজী আনোয়ার মিয়া এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি।