শাবিতে শাহজালালের ওফাত দিবসে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৬:২৯:৪১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি :
সুফি সাধক হযরত শাহজালাল (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ এশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে হযরত শাহজালাল (রহ.)-এর আত্মার মাগফিরাত, দেশের শান্তি, শিক্ষা ও মানব কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।