রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের স্মরণ সভা
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৬:৩২:২৬ অপরাহ্ন
রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে ১৯ মে সোমবার যুক্তরাজ্যে বসবাসরত কবি আলিফ উদ্দিন ও বাংলাদেশের বরেণ্য কবি মুকুল চৌধুরীর মৃত্যুতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী নেছারুল হক চৌধুরী উরফে বোস্তান চৌধুরী। কবি আলিফ উদ্দিন ও কবি মুকুল চৌধুরীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক সাঈদ চৌধুরী, অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, শেখ ফারুক আহমদ, ফারুক মিয়া ও সাংবাদিক মাহবুবুল করিম শুয়েদ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, কবি আলিফ উদ্দিন বৃটেনের ব্যস্ত জীবনেও কাব্য ও গ্রন্থ রচনায় অনন্য ভূমিকা পালন করেছেন। মরহুমের লেখা ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামী রেনেসাঁর একজন কবি ও লেখক ছিলেন। লেখার মাধ্যমেই তিনি বাংলাদেশী কমিউনিটিতে অমর হয়ে থাকবেন।
কবি মঞ্জুরুল করিম চৌধুরী উরফে মুকুল চৌধুরী সম্পর্কে বক্তারা বলেন, তিনি কাব্যজগতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর কবিতায় তিনি সমাজের চিত্র তুলে ধরেছেন। কবিতার শিল্পগুণ, ভাব, শব্দ চয়ন, উপমা স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবী রাখে। মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল কাদের সালেহ। বিজ্ঞপ্তি