দুর্নীতি মুক্তকরণ ফোরামের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৬:৩৩:৩২ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবরে সম্পদের হিসাব দাখিলে ব্যর্থদের বরখাস্ত, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, ঢাকা-সিলেট রোডে বিরতিহীন রেল সার্ভিসসহ বিভিন্ন দাবীতে সিলেটের জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান এর কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আব্দুল গফুর, সরোজ ভট্টাচার্য্য, অরুণ দেবনাথ এডভোকেট, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহীদ আহমদ খান সাবের, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় মোঃ ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি