আইয়ুব খানের পর দ্বিতীয় ফিল্ড মার্শাল আসিম মুনীর
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৯:১৩:১০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনীর। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়ানুম-মারছুছে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে ডন জানিয়েছে।
এর আগে পাকিস্তানের একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান। ১৯৫৯ সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাংক পেলেন আসিম মুনীর।
জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড হন ১৯৮৬ সালে, অফিসার্স ট্রেনিং স্কুলের মাধ্যমে। সোর্ড অব অনার পাওয়া জেনারেল আসিম মুনির কমিশনড হন ২৩ ফ্রন্টিয়ার রেজিমেন্টে। কর্মজীবনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় পোস্টিং পেয়েছেন জেনারেল আসিম মুনির। জেনারেল বাজওয়ার অধীনে দুই বছর মিলিটারি ইন্টেলিজেন্সের নেতৃত্ব দিয়েছেন জেনারেল আসিম মুনির, পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা আইএসআই-কেও। ডিজি এমআই এবং ডিজি আইএসআই হিসেবে দায়িত্ব পালন করা প্রথম অফিসার জেনারেল আসিম মুনির।