বড়লেখায় যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৬:১৪:০৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল আহমদকে গ্রেফতার করেছে। তিনি কাশেমনগর গুচ্ছগ্রামের নুরুজ আলীর ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, বড়লেখা থানার একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে যুবলীগ নেতা দুলাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।