বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানের অফিস দখল করলেন আওয়ামীলীগ সভাপতি
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৬:২৬:৩৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ার দখল করে নিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের ভাই ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি মেম্বার আলতাফ হোসেন। অভিযোগ রয়েছে, বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার তার ভাইকে জোরপূর্বক সরকারি কোন আদেশ ছাড়াই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে চেয়ারম্যানের অফিস দখল করে নেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গায়ের জোরে কাউকে কিছু করতে দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার এক আদেশে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিনকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আমান উদ্দিন একটি মামলার আসামি হওয়ায় বিভিন্ন সভায় উপস্থিত না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিবেদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আমান উদ্দিন জানিয়েছেন, মামলার আসামি হওয়ার পরও তিনি গোপন স্থানে বসে নাগরিক সুবিধা দিয়েছেন। শুধু সরকারি সভায় উপস্থিতিতে তার বাধ্য ছিল। তিনি জানান, সম্প্রতি তাকে উচ্চ আদালত জামিন দিয়েছেন।
আমান উদ্দিন বলেন, উপজেলা বিএনপির সেক্রেটারি সরোয়ার হোসেন এর ভাই আওয়ামীলীগের স্থানীয় সভাপতি আলতাফ হোসেন আমার পরিষদের একজন সদস্য। সরোয়ার তার ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলায় ফাসিয়েছে এবং সম্পূর্ণ অবৈধভাবে তার ভাইকে গতকাল আমার অফিস দখল করে কোন ধরণের সরকারি আদেশ ছাড়াই চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে দেন।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, কিভাবে আলতাফ হোসেন চেয়ারম্যানের চেয়ার দখল করলেন সেটা তিনিই বলতে পারবেন। উনি এখনো জেলা প্রশাসক স্যারের অনুমোদন পাননি। ইউএনও জানান, সবটাই আইনি বিষয়, আইনই ঠিক করবে। গায়ের জোরে কিছু হবে না।