বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৭:৫১:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হত্যা চেষ্টা মামলায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুই আসামির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বাদির ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে হামলাকারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আহত হাফেজ তাওসিফ ইমরানের বড়ভাই ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান শামীম ১০ এপ্রিল বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পূর্বচরগ্রাম ব্রিজের পাশে পৌঁছামাত্র পূর্ব-শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় পূর্বচর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম, জায়দুল ইসলাম ও তাদের ভাতিজা জুনেল আহমদ ও মাহের আহমদ। চিকিৎসা শেষে আহত ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান শামীম হামলাকারিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার (২০ মে) চার আসামির মধ্যে দুই সহোদর ময়নুল ইসলাম ও জায়দুল ইসলাম বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মুচলেকায় জামিন পান। জামিন নিয়েই সহযোগিদের নিয়ে তারা ওইদিন বিকেলে ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান শামীমের ছোটভাই হাফেজ তাওসিফ ইমরানকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায়ও ব্যাংক কর্মকর্তা শামীম মঙ্গলবার রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, আহত হাফেজ তাওসিফ ইমরানের বড়ভাই মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা নিতে অভিযোগটি তিনি শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের (পুলিশ ইন্সপেক্টর) কাছে পাঠিয়েছেন।