মহানগর যুবদলের ওয়ার্ড ভিত্তিক প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৮:০৪:৫৩ অপরাহ্ন
আগামী ২৭ মে (মঙ্গলবার) ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে (বুধবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ৩৩নং ওয়ার্ডের খাদিমনগরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।
মহানগর যুবদলের সহ সভাপতি মো. ঈনুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৩৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ফখর উদ্দিন পংকী, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান রুমেল, সহ সভাপতি কবির উদ্দিন, জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, জহিরুল রহমান সুমন, বেলাল আহমেদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, বাবর উদ্দিন বাবলা, সহ সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, আব্দুল মান্নান মনা, আব্দুল মালেক সুমন, ৩৩নং ওয়ার্ড আব্দুল আহাদ, ৩১নং ওয়ার্ড আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, এমাদ হোসেন নাজির, ৩৪নং ওয়ার্ড মাসুদ আলী মাসুম, ৩৫নং ওয়ার্ড খসরুজ্জামান খসরু, ৩২নং ওয়ার্ড খুরশেদ আলম, হেলাল আহমদ লাল, শাহ আলম, জুম্মান আহমদ, হেলাল আহমদ, ৩৬নং ওয়ার্ড খছরু মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা কাঁচা মিয়া, রুমেল আহমদ, সৈয়দ আজমল আলী, মনির হোসেন, বাবলা, খছরু মিয়া, কয়েস আহমদ, তোফায়েল আহমদ, রুবেল মিয়া, এস এম মিজানুর রহমান, আব্দুল আহাদ, স্বপ্ন আহমদ, আলম আহমদ, কামাল আহমদ, পিয়াস আহমদ, রুমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি