সিকৃবির ভর্তিচ্ছুদের জ্ঞাতার্থে
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৮:২৪:৫২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২১ মে) বিশ^বিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল ১, সেমিস্টার ১ (স্নাতক) এ ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী শনিবারের (২৪ মে) মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://sau.ac.bd) সংশ্লিষ্ট লিংকে গিয়ে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। তারপর স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম ও হল এডমিশন ফরম তৈরি হবে, যা ডাউনলোড করে অ৪ সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে এবং অঙ্গীকারনামা ও সার্টিফিকেট চেক লিস্ট ডাউনলোড করে প্রিন্ট নিয়ে যথাযথভাবে পূরণ পূর্বক ভর্তির দিন মোট ৫টি ফরম জমা দিতে হবে।
আগামী ২৬,২৭ ও ২৮ মে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। উক্ত সময়ের মধ্যে যেকোনো দিন সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করা যাবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি