শাবি রেজিস্ট্রারকে সহায়ক কর্মচারী সমিতির শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৮:২১:৫১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতি। গতকাল বুধবার (২১ মে) সকাল ১১টায় রেজিস্ট্রার দপ্তরে সমিতির সভাপতি মো. সাহজাহান সিরাজ এবং সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা নবনিযুক্ত রেজিস্ট্রারের সার্বিক সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি