জুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মৎস্যখাদ্য প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৯:১৩:২১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের ৬১ জন মৎস্যচাষিকে বুধবার বিকেলে বিনামূল্যে মৎস্যখাদ্য বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় চাষি প্রতি ৫০ কেজি করে মৎস্য খাবার দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য খাবার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার ড. আরিফ হোসেন।
এসময় উপকারভোগি মৎস্যচাষিগণ ছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।