শ্রমিক ভাড়া করে লুট করানো হচ্ছে সাদাপাথর
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৬:০৮:৩৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এই সাদাপাথর ভারতের সীমানাঘেঁষা। ধলাই নদীর উৎসমুখে স্তুপ হয়ে থাকা দৃষ্টিনন্দন এই পাথর এবার লুট করছে দুষ্কৃতকারীরা। বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকা দিয়ে শুরু হয় সাদাপাথর লুটপাট। লুটপাটে জড়িত থাকা ৯০ শতাংশ শ্রমিক সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে ভাড়া করে আনা বলে জানা যায়।
সম্প্রতি সাদাপাথর ও বাংকার থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ৩৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস থেকে ২ বছর মেয়াদে সাজা দেওয়া হয়। এই ৩৬ জনের মধ্যে মাত্র ৯জন কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিক। আর অন্যরা সিলেটের বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে নদীতীরের স্থানীয় পাথর ব্যবসায়ীরা ভাড়া করে নিয়ে এসেছেন।
অনুসন্ধানে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় এই শ্রমিকরা বসবাস করছেন। তারা সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। মূলত তাদের হাতেই ধ্বংস হয়েছে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এলাকা। এবার তাদের দিয়ে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর। এই শ্রমিকদের নদীতীরের সাইট ব্যবসায়ীরা ভাড়া করে নিয়ে এসেছেন। সাদাপাথর বাংকার ও শাহ আরেফিন টিলায় প্রায় ৩০ হাজার বহিরাগত শ্রমিক কাজ করছে। তাদের কেউ দৈনিক মজুরি ভিত্তিতে আবার কেউ গাড়ি বা নৌকাপ্রতি কমিশন পেয়ে থাকেন। বাংকার ও সাদাপাথর এলাকার শ্রমিকদের দিনে ১৫’শ থেকে ২ হাজার টাকা ইনকাম হয়ে থাকে। বেশি টাকা ইনকাম হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে কাজ করতে আসে।
সুনামগঞ্জ থেকে আসা শ্রমিক আব্দুল লতিফ জানান, আমরা ১৮ জন একসাথে এসেছি। গত প্রায় ৪ মাস থেকে এখানে কাজ করছি। বাংকারে স্থানীয় লোকদের মালিকানাধীন জায়গায় আমরা এতদিন কাজ করেছি। সেখানে নৌকাপ্রতি আমাদের ২ হাজার টাকা দেওয়া হতো। এখন সাদাপাথর আনলে ৩ হাজার টাকা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার জানান, আমরা বাংকার ও সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। অভিযানে যাদের আটক করে সাজা দেওয়া হয়েছে তাদের বেশিরভাগ কোম্পানীগঞ্জ উপজেলার বাইরের। স্থানীয়রা এদের আশ্রয় না দিলে বাইরে থেকে এসে কেউ এসব লুটপাট করতে পারবে না।