ওসমানীনগরে বন্ধুমহলের নতুন ঘর প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৬:১৪:১১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে বন্ধুমহলের সহযোগিতায় নিবারণ গুণকে নতুন ঘর প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গোয়ালাবাজার ইউনিয়নের ভূধরপুর গ্রামের নিবারণ গুণ এর বাড়িতে নতুন ঘরের চাবি প্রদান করা হয়। ঘর হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায় নিবারণ গুণের পরিবারের জীবিকা নির্বাহ করতে সরকারি বরাদ্দ থেকে একটি সেলাই মেশিন এবং প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, বন্ধুমহলের সদস্য সাংবাদিক আব্দুল মতিন, মোঃ আনোয়ার হোসেন আনা, কবির আহমদ, ব্যবসায়ি সুজন দব, অজিত দেব, আব্দুল মুমিন রিপন, স্বাস্থ্যকর্মী রফিক মিয়া ও অঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনাকর্মী রাজিব ভট্টাচার্য্য, দিলশাদ মিয়া, রিপন দেব, করুনা দেব, কবি দেব, হরিপদ ধর, গৌরাঙ্গ গুণ, রনজিৎ দেব, অনিল গুন, বিষু ধর, অন্তু দেব ও বিদ্যুৎ ধর প্রমূখ।
উল্লেখ্য, নিবারনের ৩ মেয়ে ও স্ত্রীসহ ৫ জনের সংসার স্থানীয় মানুষের সহযোগিতায় চলে। ৩ মেয়েই পড়ালেখা করছেন। তাদের ঘরের অবন্থা ভাল ছিলনা। বিষয়টি জানতে পারে বন্ধুমহলের সদস্যরা একটি আধাপাকা ঘর তৈরি করে তাকে উপহার দেন।