শাবিতে নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৭:২৬:৩১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন আয়োজন করে ‘স্বরূপ ইসলামী সাংস্কৃতিক সংগঠন’। এতে বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সালেহা বলেন, নারী কমিশনের সদস্যরা একটি বিশেষ মতাদর্শের প্রতিনিধিত্ব করেন যা সারা দেশের ধর্মপ্রাণ নারীদের মূল্যবোধ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন না। এই কমিশন কোনোভাবেই বাংলাদেশের নারীদের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিচ্ছবি নয়। এছাড়া মৈত্রী যাত্রায় অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ নারীর মধ্যে বাংলাদেশী সংখ্যাগরিষ্ঠ নারীর উপস্থিতি নেই। তারা ধর্মীয় শিষ্টাচারকে উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে যা ধর্মীয় অবমাননা।
তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামপ্রিয় মানুষের দেশ। ধর্মহীন মতবাদ এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে নারী উন্নয়নের নামে যদি ইসলামবিরোধী ও সমাজবিধ্বংসী কোন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তবে দেশের লক্ষ কোটি মুসলমান এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। আমরা সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই যদি এই প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিলে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হয় তবে জনগণ থেকে বিচ্ছিন্ন একটি গণবিরোধী অবস্থানের দায় সরকারকেই বহন করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ৪ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে: নারী সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত বর্তমান কমিশন বাতিল করে ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় বিশ্বাসী এবং দেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করেন এমন প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে, পতিতাবৃত্তি নির্মূলের কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট নারীদের মানবিক ও হালাল উপায়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, ধর্মীয় বিধানসমূহকে সংবিধানের আলোকে রক্ষা করে নারী উন্নয়নের একটি ভারসাম্য মূলক ও সমাজবান্ধব রূপরেখা প্রণয়ন করতে হবে।