লিডিং ইউনিভার্সিটিতে ড্রাইভিং দক্ষতা বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৭:৩১:০৩ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় পরিবহন সেক্টরের ড্রাইভারদের জন্য ড্রাইভিং দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী -১ এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে রিসোর্সপারসন হিসেবে বিভিন্ন নিয়ম কানুন বিষয়ে কর্মশালা পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহিদুল হক।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ড্রাইভারদের গুরুত্ব উল্লেখ করে বলেন, শুধু দক্ষ শিক্ষক ও দক্ষ কর্মকর্তাদের ভূমিকায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয় না। প্রত্যেকটি সেক্টরের ভূমিকা রয়েছে এই অগ্রযাত্রায়। তারমধ্যে পরিবহন ব্যবস্থাপনা, ড্রাইভারদের দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের একনিষ্ঠতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রতিদিন সকালে সবার আগে ড্রাইভারগণ কর্মে যোগ দেন এবং ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাসহ সবাইকে নিরাপদে ঘরে পৌঁছে দিয়ে সবার পরে দায়িত্ব শেষ করেন।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম ড্রাইভারদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপত্তা, সংশ্লিষ্ট আইন কানুন জানা, নিরাপদ ড্রাইভিং এবং জ্বালানি খরচ কমানোর পরামর্শ দেন।
প্রশিক্ষণ কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির পরিবহন সেক্টরের সকল ড্রাইভার ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ব্যাবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা। বিজ্ঞপ্তি