জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৭:৩৩:৪৪ অপরাহ্ন
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি ও সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাস ও মিনিবাস মালিক গ্রপের চেয়ারম্যান মোঃ শাহ নুরুর রহমানকে নিয়ে গত ১৮ মে গোয়ালাবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভায় জনৈক ব্যক্তি কর্তৃক কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) রাতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি দিতে হবে। অন্যথায় ঈদের পর সিলেটের সকল পরিবহন মালিক শ্রমিক গোয়ালাবাজারে বিশাল প্রতিবাদ সভার ডাক দিবেন এবং সেই সভা থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহিরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সিলেট-জকিগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সিনিয়র সহসভাপতি ও আন্তঃজেলা মালিক সমিতির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি শামছুদ্দিন, মোক্তার আহমদ, সৈয়দ মৌরস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান আহমদ, সহ সাধারণ সম্পাদক রুহলে আহমদ রুহেল, মোঃ নজরুল ইসলাম ও মোঃ ময়না মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি