ওসমানীনগরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৭:৪৪:২৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে সাদীপুর ইউনিয়নের সুন্দিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ শেষে ১শ ৮০জন শিক্ষার্থীর হাতে উপহারস্বরূপ স্কুল ড্রেস প্রদান করা হয়। সুন্দিখলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ, ছাবির আহমদ, আতাউর রহমান, খালেদা খানম ও বিদ্যালয় সভাপতি মো. মহিম উদ্দিন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহিম উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মতিলাল দাস গুপ্ত’র সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশ ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক, যুক্তরাজ্য প্রবাসী ছাবির আহমদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজ সিলেট এর উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর নেছাওর মিয়া, চাতলপাড় জামেয়া ইসলামীয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই ও সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী।