তৈয়ব আলী ডিগ্রী কলেজ শিক্ষকদের সাথে জয়নাল আবেদীনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৮:২৫:৩৭ অপরাহ্ন
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের শিক্ষার মানোন্নয়ন সহ সার্বিক বিষয় নিয়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন।
বুধবার কলেজ অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কলেজের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-প্রিন্সিপাল কামরুল আহসান সেরগুল, কমিটির সদস্য মাস্টার মোস্তাক আহমেদ, মাসুক আহমদ, আলতাফ হোসেন ও ফয়েজ আহমেদ প্রমূখ।
সভায় শিক্ষকদের পেশাগত চ্যালেঞ্জ, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় মো. জয়নাল আবেদীন শিক্ষার গুণগত মান বাড়াতে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলোকিত দেশ এবং জাতি গঠনের সূতিকাগার তাই যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ও এর সাথে জড়িতদের সব সময় অগ্রাধিকার ভিত্তিতে ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি