মিয়ানমারকে সহায়তায় আসিয়ানকে পাশে চায় জাপান
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৮:২৯:৫১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মিয়ানমারে চলমান সংকট মোকাবেলায় এবং দেশটিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে জাপান এবার আসিয়ান এবং বিশেষ করে মালয়েশিয়ার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। গত মার্চে দেশটিতে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানানো হয়েছে।
বারনামা জানিয়েছে, মালয়েশিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নোরিউকি শিকাতা বলেছেন,মিয়ানমারে ভূমিকম্পের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমরা ইতোমধ্যে আমাদের মানবিক সহায়তা পাঠিয়েছি এবং দেশটির পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী। তবে বর্তমানে কার্যকরভাবে এই সহায়তা কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন। আমি মালয়েশিয়ার কাছে বড় প্রত্যাশা রাখি যেহেতু তারা এ বছর আসিয়ানের চেয়ারম্যান। এই সংকট মোকাবেলায় মালয়েশিয়ার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। জাপান মালয়েশিয়ার নেতৃত্বে সহযোগিতা করতে প্রস্তুত।
এদিকে আসিয়ান মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (এএইচএ) সেন্টার জানিয়েছে, গত ২৮ মার্চ মিয়ানমারের মান্দালয়ের কাছে ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩,৭০০ জন নিহত হয়েছেন। এই দুর্যোগে প্রায় ৫ লাখ ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১শ ৬টি আশ্রয়কেন্দ্রে ২৮ হাজার ৫০০ এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার।
মালয়েশিয়ায় নিযুক্ত জাপানের এ রাষ্ট্রদূত আরও বলেন, জাপান সবসময় আসিয়ানের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং আমরা এই চ্যালেঞ্জিং সময়েও সম্পর্ক আরও গভীর করতে চাই।
উল্লেখ্য যে, জাপান ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ডায়লগ পার্টনার হয় এবং ২০২৩ সালে এই সম্পর্ক ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ পৌঁছায়। আসিয়ান প্লাস থ্রি, আসিয়ান প্লাস সিক্স, ইস্ট এশিয়া সামিট এবং আসিয়ান রিজিওনাল ফোরামের মাধ্যমে জাপান দীর্ঘদিন ধরেই আসিয়ানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছে। বারনামা আরো জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়া ও জাপান একসাথে ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি)’ মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে, যেখানে পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।