নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের জ্ঞাতার্থে
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৯:০৮:১১ অপরাহ্ন
আগামী রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বইপাঠ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে আগ্রহী প্রতিযোগীদের যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
বইপাঠ প্রতিযোগিতায় ক গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, খ গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণি ও গ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সিলেটের নির্ধারিত বইয়ের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (২৪ মে) সকাল ১০টায় নগরীর স্টেডিয়াম মার্কেটের পাশে অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অপরদিকে ক গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ছোটদের নজরুল বিষয়ে, খ গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নজরুলের বিপ্লবী চেতনা বিষয়ে, গ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নজরুলের সাহিত্যকর্ম বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী শনিবার (২৪ মে) সকাল ১০টায় নগরীর স্টেডিয়াম মার্কেটের পাশে অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ও মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় সশরীরে উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজ গণগ্রন্থাগার থেকে সরবরাহ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নোক্ত মোবাইল ০১৭১৯০৭২৩১৬৪ নম্বরে যোগাযোগ করে জানা যাবে। বিজ্ঞপ্তি