বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা থাকছে না
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৯:০২:১৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে না। গত ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর বিদ্যালয় অংশের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদের বিষয়ে এবং কলেজ অংশের শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগের নিমিত্তে শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ও শর্ত অপরিবর্তিত থাকবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের মাধ্যমে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।