সব বাণিজ্য সংগঠনে এবার সরাসরি ভোট হবে
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৯:০৯:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : এবার ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (এফবিসিসিআই) দেশের সব বাণিজ্য সংগঠনে সভাপতি, সহ-সভাপতিসহ সমস্ত পদে সরাসরি ভোটে নির্বাচন এবং পরপর দুইবার নির্বাচিত হলে কেউ তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না, এসব বিধান করে বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ জারি করেছে সরকার।
নতুন বিধিমালার আওতায় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে সভাপতিসহ পরিচালক সংখ্যা ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১৫ জন করে মোট ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
এছাড়া এই দুই গ্রুপ থেকে ৫ জন করে মোট ১০ জন মনোনীত পরিচালক নির্বাচন করবেন সরাসরি ভোটে নির্বাচিত পরিচালকরা। এর বাইরে উইমেন চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে একজন এবং উইমেন অ্যাসোসিয়েশন থেকে একজন মনোনীত পরিচালক নির্বাচিত হবেন।
এতদিন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে পরিচালক থাকতেন ৮০ জন, যাদের মধ্যে ৩৪ জন মনোনীত হতেন। একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাড়াও চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে তিনজন করে মোট ছয়জন ভাইস প্রেসিডেন্ট মনোনীত হতেন। নতুন বিধিমালায় চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে একজন করে মোট দুজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিধিমালায় বলা হয়েছে, সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ২৪ মাস। পর্ষদের কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদ শেষে একটি নির্বাচনে অংশগ্রহণ না করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও নতুন এই বিধিমালার আওতায় এসেছে। ফলে এসব সংগঠনেও এবার সরাসরি ভোটে নতুন নেতৃত্ব আসবে।