আইবিডব্লিউএফ সিলেট মহানগর নবগঠিত কমিটির ১ম সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৯:৫২:২১ অপরাহ্ন
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন- আইবিডব্লিউএফ (ওইডঋ) সিলেট মহানগর শাখার ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সম্পন্ন হয়েছে। বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ-এর সিলেট জোনের সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর সিলেট জোন সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।
উক্ত সভার মধ্য দিয়ে আইবিডব্লিউএফ সিলেট মহানগর শাখার নবনির্বাচিত নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমের সূচনা করেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সকলের সম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, নবগঠিত কমিটি সমাজ ও ব্যবসায়ী শ্রেণির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
এর আগে আইবিডব্লিউএফ সিলেট মহানগরের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন : সভাপতি- আলীমুল এহছান চৌধুরী, ১ম সহ-সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, সহ-সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি শহীদ আহমদ চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, নিয়াজ মো. আজিজুল করিম, মো. ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিক উস সামাদ চৌধুরী,
অর্থ সম্পাদক মো. আফজালুর রহমান, অফিস সম্পাদক খসরু নোমান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক এনামুল হক রুবেল, আইটি সম্পাদক মো. আব্দুল কাদির, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর, সহ-সমাজকল্যাণ সম্পাদক আহসান আহমদ খান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, আইন সম্পাদক মাজাহারুল হক, সহ-আইন সম্পাদক আশরাফ হোসেন, সদস্যবৃন্দ হলেন, সালেহ আহমদ তারেক, ফারেস আহমদ চৌধুরী, অলিউর রহমান, গোলাম কিবরিয়া, দুলাল আহমদ, মনজুর আহমদ, শিব্বির আহমদ, কামরান আহমদ, মো. হাফিজুর রহমান চৌধুরী রিয়াদ, শফিকুর রহমান, সাদিকুর রহমান ও মিদহাত আব্দুজ জাহির মিশু প্রমূখ। বিজ্ঞপ্তি