পাঠানটুলায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৯:৫৪:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর পাঠানটুলা এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বেলা দেড়টার দিকে পশ্চিম পাঠানটুলা এলাকার একটি কলোনী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম মমতা বেগম (৪০)। তিনি আখলাক হোসেনের স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারনা ওই নারী আত্মহত্যা করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নগরীর জালালাবাদ এলাকার পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটিয়া ছিলেন আখলাক হোসেন ও তার স্ত্রী মমতা বেগম। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে যান মমতা। বিভিন্ন স্থানে খোজ-খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পরবর্তীতে আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভেতরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা জালালাবাদ থানা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে বুধবার বেলা দেড়টার দিকে ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে।
এর সত্যতা নিশ্চি করে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান- এটি আত্মহত্যার ঘটনা। এ ঘটনায় পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।