হবিগঞ্জে বিপুল গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৯:৫৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের মাধবপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম রুবেল মিয়া (২৮)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ রুবেলকে গ্রেফতার করে। এ সময়ে অপর মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। মাদক মামলায় রুবেলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।